আহলান সাহলান
কথা ও সুর: আ আ ম মুজাহিদ

একটি বছর ঘুরে এলো নতুন করে

মাহে রমাদান।

গ্লানি সব দূরে সরে মনটাকে নূরে ভরে

করবে তুলে তাক্বওয়াবান।

আহলান সাহলান মাহে রমাদান ||

রাতের শেষে সেহরি হবে দিনশেষে ইফতার,

রাখবো রোজা প্রভুর খুশিতে করবো না আহার।

ন্যায় পরায়ণ, সৎ কর্মশীল হবো নিষ্ঠাবান,

মুমিন হৃদয় ভরতে আলোয় এলো রমাদান ||

দিন কাটুট সিয়ামে আর রাত ক্বিয়ামে,

মন যেন হয় সুরভিত খোদারই প্রেমে।।



ইসলামেরি পাঁচ রুকুনের এক হলো রোজা,

রাখলে রোজা যায় মুছে যায় পাপের যত বোঝা।

এই পবিত্র মাসেই নাযিল হয়েছে আল-কুরআন,

পূণ্যে ভরা কদর নিয়ে এলো রমাদান ||

আহলান সাহলান
কথা ও সুর: আ আ ম মুজাহিদ

একটি বছর ঘুরে এলো নতুন করে

মাহে রমাদান।

গ্লানি সব দূরে সরে মনটাকে নূরে ভরে

করবে তুলে তাক্বওয়াবান।

আহলান সাহলান মাহে রমাদান ||

রাতের শেষে সেহরি হবে দিনশেষে ইফতার,

রাখবো রোজা প্রভুর খুশিতে করবো না আহার।

ন্যায় পরায়ণ, সৎ কর্মশীল হবো নিষ্ঠাবান,

মুমিন হৃদয় ভরতে আলোয় এলো রমাদান ||

দিন কাটুট সিয়ামে আর রাত ক্বিয়ামে,

মন যেন হয় সুরভিত খোদারই প্রেমে।।



ইসলামেরি পাঁচ রুকুনের এক হলো রোজা,

রাখলে রোজা যায় মুছে যায় পাপের যত বোঝা।

এই পবিত্র মাসেই নাযিল হয়েছে আল-কুরআন,

পূণ্যে ভরা কদর নিয়ে এলো রমাদান ||

দুঃখিত এই গানের অডিও খুঁজে পাওয়া যায় নি
uploaded : a year ago
updated : a year ago
একই অ্যালবাম এর গানসমূহ

দুঃখিত "নাই" অ্যালবাম এর গান খুঁজে পাওয়া যায় নি

প্রত্যয় শিল্পীগোষ্ঠী

প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা


উপশহর ৬৮/২, বোয়ালিয়া, রাজশাহী

শুক্রবার সকাল ০৮:০০ - ১১:০০

স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম