বিজয় বিজয় এলো এলো
আমার দেশের বিজয় উঠলো
মেতে সেই খুশিতে উচ্ছসিত এ হৃদয়।।
বাংলাদেশ- এই একটি নাম
প্রাণের স্বপ্নকথা
একটি বিজয় এনে দিলো
আরাধ্য স্বাধীনতা।
এ যে শুধু তোমার আমার
সবার বিজয় নয়,
কেটে গেছে মনের যতো
দত্যি দানোর ভয়।।
যত জুজুবুড়ির বাহাদুরী
হারিয়েছে এই জয়ে
বর্গীর দল আর আসেনা হেথায়
সবাই গেছে পালিয়ে।
সুখের পাখিরা ডানা মেলে
উড়ছে দেখো, নির্ভয়
বর্ণিল জীবনের রঙধনু তে
ভরেছে আকাশময়।।
বিজয় বিজয় এলো এলো
আমার দেশের বিজয় উঠলো
মেতে সেই খুশিতে উচ্ছসিত এ হৃদয়।।
বাংলাদেশ- এই একটি নাম
প্রাণের স্বপ্নকথা
একটি বিজয় এনে দিলো
আরাধ্য স্বাধীনতা।
এ যে শুধু তোমার আমার
সবার বিজয় নয়,
কেটে গেছে মনের যতো
দত্যি দানোর ভয়।।
যত জুজুবুড়ির বাহাদুরী
হারিয়েছে এই জয়ে
বর্গীর দল আর আসেনা হেথায়
সবাই গেছে পালিয়ে।
সুখের পাখিরা ডানা মেলে
উড়ছে দেখো, নির্ভয়
বর্ণিল জীবনের রঙধনু তে
ভরেছে আকাশময়।।
প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা
স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম