বদরের অশ্বধনি

চল যাই গগনপানে

আগুন হাওয়ার জোয়ার ছেদি

চল আজ সত্য সাগর

আনবো চিরে  মিথ্যা নদী

শোন ঐ ডাকছে ঘড়ি

চল যাই যুদ্ধ করি

চল আজ দেখবো সকাল

গভীর রাতের বক্ষ ভেদি

জুলুম আর উৎপীড়নের

রক্ত ঘায়ে ধুকছে সমাজ

নেই নেই কেউ যেন নেই

কৃপাণ কন্ঠে তুলবে আওয়াজ

দেখ ঐ কাঁদছে পাখি

চল আজ মৃত্যু মাখি

চল যাই জীবন দিয়ে

আবরাহাদের কবর খুঁদি

দেখো আজ, লাশের মিছিল

থামছেনা, থামছেনা, থামছেনা

মন আর কষ্ট

মানছেনা, মানছেনা, মানছেনা

মিষ্টি শিশুর কোমল হৃদয়

মুক্ত আকাশ ভাবছেনা, ভাবছেনা

ঈমানের রশ্মি হাতে

দূর্গম সব পথ মাড়িয়ে

শহিদী তামান্নারা

উড়ছে হৃদয় আকাশ জুড়ে

বদরের অশ্ব-ধ্বনি

চল যাই আবার শুনি

চল আজ মজলুম ঐ

ভাই বোনেদের বদলা শুধি

বদরের অশ্বধনি

চল যাই গগনপানে

আগুন হাওয়ার জোয়ার ছেদি

চল আজ সত্য সাগর

আনবো চিরে  মিথ্যা নদী

শোন ঐ ডাকছে ঘড়ি

চল যাই যুদ্ধ করি

চল আজ দেখবো সকাল

গভীর রাতের বক্ষ ভেদি

জুলুম আর উৎপীড়নের

রক্ত ঘায়ে ধুকছে সমাজ

নেই নেই কেউ যেন নেই

কৃপাণ কন্ঠে তুলবে আওয়াজ

দেখ ঐ কাঁদছে পাখি

চল আজ মৃত্যু মাখি

চল যাই জীবন দিয়ে

আবরাহাদের কবর খুঁদি

দেখো আজ, লাশের মিছিল

থামছেনা, থামছেনা, থামছেনা

মন আর কষ্ট

মানছেনা, মানছেনা, মানছেনা

মিষ্টি শিশুর কোমল হৃদয়

মুক্ত আকাশ ভাবছেনা, ভাবছেনা

ঈমানের রশ্মি হাতে

দূর্গম সব পথ মাড়িয়ে

শহিদী তামান্নারা

উড়ছে হৃদয় আকাশ জুড়ে

বদরের অশ্ব-ধ্বনি

চল যাই আবার শুনি

চল আজ মজলুম ঐ

ভাই বোনেদের বদলা শুধি

দুঃখিত এই গানের অডিও খুঁজে পাওয়া যায় নি
uploaded : 5 months ago
updated : 5 months ago
একই অ্যালবাম এর গানসমূহ

দুঃখিত "নাই" অ্যালবাম এর গান খুঁজে পাওয়া যায় নি

প্রত্যয় শিল্পীগোষ্ঠী

প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা


উপশহর ৬৮/২, বোয়ালিয়া, রাজশাহী

শুক্রবার সকাল ০৮:০০ - ১১:০০

স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম