দুহাত বাড়িয়ে দাও

বানভাসি মানুষের ব্যথিত চাহনি

ক্ষত বুকে কত চোখে অশ্রু ঝরে,

ঘরহারা কোটি প্রাণ দিশেহারা আজ

অন্নহীনা ওরা আছে অনাহারে!

এ দুর্দিনে দূরে ঠেলে দিয়ো না সবে

দু'হাত বাড়িয়ে দাও তদের-ই তরে।।

ওদেরও ছিল সব ছিল বাড়ি ঘর,

কিছু ব্যবধানে সব হয়ে গেছে পর।

স্বপ্ন ছিল তাও ভেসে গেছে বানে,

নির্বাক হয়ে খুঁজে জীবনের মানে!

বড় অসহায় ওরা আজ নিরুপায়

কাছে টেনে নাও সবে আপন করে।।

ছলছল চোখে চেয়ে দেখে চৌদিক

কোথায় প্রাণের প্রিয় আপন-স্বজন,

হৃদয় গহীনে ওঠে ব্যাথাতুর ঢেউ

ভেসে গেছে ঘরবাড়ি সাথে প্রিয়জন!

থেমে গেছে হুট করে স্বপ্ন আশা,

নেমেছে হৃদয়ে দুখ জীর্ণদশা।

ডুবে গেছে সব কিছু নেই কোন ঠায়,

আহাজারি শোননা কি চায় আশ্রয়।

দাড়াও ওদের পাশে একটু যেন হাসে

মানবিক হলে পাবে সুখ অন্তরে।।

দুহাত বাড়িয়ে দাও

বানভাসি মানুষের ব্যথিত চাহনি

ক্ষত বুকে কত চোখে অশ্রু ঝরে,

ঘরহারা কোটি প্রাণ দিশেহারা আজ

অন্নহীনা ওরা আছে অনাহারে!

এ দুর্দিনে দূরে ঠেলে দিয়ো না সবে

দু'হাত বাড়িয়ে দাও তদের-ই তরে।।

ওদেরও ছিল সব ছিল বাড়ি ঘর,

কিছু ব্যবধানে সব হয়ে গেছে পর।

স্বপ্ন ছিল তাও ভেসে গেছে বানে,

নির্বাক হয়ে খুঁজে জীবনের মানে!

বড় অসহায় ওরা আজ নিরুপায়

কাছে টেনে নাও সবে আপন করে।।

ছলছল চোখে চেয়ে দেখে চৌদিক

কোথায় প্রাণের প্রিয় আপন-স্বজন,

হৃদয় গহীনে ওঠে ব্যাথাতুর ঢেউ

ভেসে গেছে ঘরবাড়ি সাথে প্রিয়জন!

থেমে গেছে হুট করে স্বপ্ন আশা,

নেমেছে হৃদয়ে দুখ জীর্ণদশা।

ডুবে গেছে সব কিছু নেই কোন ঠায়,

আহাজারি শোননা কি চায় আশ্রয়।

দাড়াও ওদের পাশে একটু যেন হাসে

মানবিক হলে পাবে সুখ অন্তরে।।

দুঃখিত এই গানের অডিও খুঁজে পাওয়া যায় নি
uploaded : a year ago
updated : 10 months ago
একই অ্যালবাম এর গানসমূহ

দুঃখিত "নাই" অ্যালবাম এর গান খুঁজে পাওয়া যায় নি

প্রত্যয় শিল্পীগোষ্ঠী

প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা


উপশহর ৬৮/২, বোয়ালিয়া, রাজশাহী

শুক্রবার সকাল ০৮:০০ - ১১:০০

স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম