ঈদ মুবারক ঈদ
কথা ও সুর: আ আ ম মুজাহিদ

চাঁদ হাসে ঐ মনে রৈ রৈ

হারিয়ে চোখের নিদ,

মুখরিত সব কত কলরব

ঈদ এলো রে ঈদ।

ঈদ মুবারাক ঈদ।।

যাক ছড়িয়ে সবার মাঝে ঈদের এ খুশি

খোদার তরে প্রেম বিলাবো আজ দিবানিশি,

ছোট হোক বা বড় আপন কিবা পরও

ধনি গরিব নাই ভেদাভেদ বাজুক মনে গীত।

ঈদ এলো রে ঈদ।

ঈদ মুবারাক ঈদ।।


ওগো প্রভু কবুল করো মোদের মোনাজাত

আধাঁর ছেপে ফোটাও তুমি নয়া আলোর প্রভাত,

কাছে হোক বা দুরে নিখিল ভুবন জুড়ে

দাও ছড়িয়ে ভালোবাসার চির সুধা অমৃত।

ঈদ এলো রে ঈদ।

ঈদ মুবারাক ঈদ।।

ঈদ মুবারক ঈদ
কথা ও সুর: আ আ ম মুজাহিদ

চাঁদ হাসে ঐ মনে রৈ রৈ

হারিয়ে চোখের নিদ,

মুখরিত সব কত কলরব

ঈদ এলো রে ঈদ।

ঈদ মুবারাক ঈদ।।

যাক ছড়িয়ে সবার মাঝে ঈদের এ খুশি

খোদার তরে প্রেম বিলাবো আজ দিবানিশি,

ছোট হোক বা বড় আপন কিবা পরও

ধনি গরিব নাই ভেদাভেদ বাজুক মনে গীত।

ঈদ এলো রে ঈদ।

ঈদ মুবারাক ঈদ।।


ওগো প্রভু কবুল করো মোদের মোনাজাত

আধাঁর ছেপে ফোটাও তুমি নয়া আলোর প্রভাত,

কাছে হোক বা দুরে নিখিল ভুবন জুড়ে

দাও ছড়িয়ে ভালোবাসার চির সুধা অমৃত।

ঈদ এলো রে ঈদ।

ঈদ মুবারাক ঈদ।।

দুঃখিত এই গানের অডিও খুঁজে পাওয়া যায় নি
uploaded : a year ago
updated : a year ago
একই অ্যালবাম এর গানসমূহ

দুঃখিত "নাই" অ্যালবাম এর গান খুঁজে পাওয়া যায় নি

প্রত্যয় শিল্পীগোষ্ঠী

প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা


উপশহর ৬৮/২, বোয়ালিয়া, রাজশাহী

শুক্রবার সকাল ০৮:০০ - ১১:০০

স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম