ক্ষমা করো এসেছি মওলা তোমার দরবারে
পার করে নিও তুমি আমায় পারপারে
তুমি যে গাফুরুর রহিম,
তোমার ক্ষমা যে অসীম।
লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক আল্লাহ,
রব্বানা ইরহামলানা আন্তা
ওয়াহ্দিনা ইয়া রব।
আ.... আ..... আ.....
ও..... ও...... ও
পার্থীব সুখ পথ, যত মতামত। (২)
চলতে গিয়ে দেখি প্রভু দিশা মেলে না। (২)
পার্থীব আবেশে কভু শান্তি ছিলনা।
You Are The Most Merciful,
Your Blessing Are Plentiful.
লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক আল্লাহ
রব্বানা ইরহামলানা আন্তা ওয়াহ্দিনা ইয়া রব।
আ.... আ..... আ.....
ও..... ও...... ও
সহজ সরল পথ, দাও চলার হিম্মত। (২)
মানতে যেন না হয় প্রভু কোন দ্বিধা ভয়। (২)
সঙ্গী তুমি সকল সময় মনে যেন রয়।
আন্তা গফুরুর রহিম, আন্তা রহমানুর রহিম।
লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক আল্লাহ
রব্বানা ইরহামলানা আন্তা
ওয়াহ্দিনা ইয়া রব।
ইয়া রব......।
ক্ষমা করো এসেছি মওলা তোমার দরবারে
পার করে নিও তুমি আমায় পারপারে
তুমি যে গাফুরুর রহিম,
তোমার ক্ষমা যে অসীম।
লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক আল্লাহ,
রব্বানা ইরহামলানা আন্তা
ওয়াহ্দিনা ইয়া রব।
আ.... আ..... আ.....
ও..... ও...... ও
পার্থীব সুখ পথ, যত মতামত। (২)
চলতে গিয়ে দেখি প্রভু দিশা মেলে না। (২)
পার্থীব আবেশে কভু শান্তি ছিলনা।
You Are The Most Merciful,
Your Blessing Are Plentiful.
লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক আল্লাহ
রব্বানা ইরহামলানা আন্তা ওয়াহ্দিনা ইয়া রব।
আ.... আ..... আ.....
ও..... ও...... ও
সহজ সরল পথ, দাও চলার হিম্মত। (২)
মানতে যেন না হয় প্রভু কোন দ্বিধা ভয়। (২)
সঙ্গী তুমি সকল সময় মনে যেন রয়।
আন্তা গফুরুর রহিম, আন্তা রহমানুর রহিম।
লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক আল্লাহ
রব্বানা ইরহামলানা আন্তা
ওয়াহ্দিনা ইয়া রব।
ইয়া রব......।
প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা
স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম