মাথা দিলাম নুয়ে

আমার মাথা দিলাম নুয়ে

তোমার মহান পায়ে (প্রভূ)

রহম করো ওগো দয়াল

উঠাও তোমার নায়ে

সারা জীবন পাপ করেছি

পথ চলেছি ভুলে

পাপের কথা হৃদয় কোণে

উঠছে দুলে দুলে

আমি তোমার দয়ার কাঙাল

পাপের বোঝা দাও সরে দাও

শান্তি সুখের বায়ে

মনটা জুড়ে ঝড়ো হাওয়া

উথাল পাথাল ঢেউ

তুমিই পারো শান্তি দিতে

আর পারেনা কেউ

মন ভোমরা উড়তো আমার

রঙিলা ফুল বনে

দিন ফুরালো সন্ধ্যা এলো

ভয়ের নিশান মনে

পূর্ণ করো মনের আশা

জান্নাতে দাও আমার বাসা

রেখো আরশ ছায়ে ।

মাথা দিলাম নুয়ে

আমার মাথা দিলাম নুয়ে

তোমার মহান পায়ে (প্রভূ)

রহম করো ওগো দয়াল

উঠাও তোমার নায়ে

সারা জীবন পাপ করেছি

পথ চলেছি ভুলে

পাপের কথা হৃদয় কোণে

উঠছে দুলে দুলে

আমি তোমার দয়ার কাঙাল

পাপের বোঝা দাও সরে দাও

শান্তি সুখের বায়ে

মনটা জুড়ে ঝড়ো হাওয়া

উথাল পাথাল ঢেউ

তুমিই পারো শান্তি দিতে

আর পারেনা কেউ

মন ভোমরা উড়তো আমার

রঙিলা ফুল বনে

দিন ফুরালো সন্ধ্যা এলো

ভয়ের নিশান মনে

পূর্ণ করো মনের আশা

জান্নাতে দাও আমার বাসা

রেখো আরশ ছায়ে ।

দুঃখিত এই গানের অডিও খুঁজে পাওয়া যায় নি
uploaded : 4 months ago
updated : 4 months ago
একই অ্যালবাম এর গানসমূহ

দুঃখিত "নাই" অ্যালবাম এর গান খুঁজে পাওয়া যায় নি

প্রত্যয় শিল্পীগোষ্ঠী

প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা


উপশহর ৬৮/২, বোয়ালিয়া, রাজশাহী

শুক্রবার সকাল ০৮:০০ - ১১:০০

স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম