মিথ্যা বলা মন্দ খুবই

মিথ্যা বলা মন্দ খুবই

সব ধ্বংসের মূল

হাজার পাপের প্রধান কারণ

মিথ্যা নামের ভুল

একটা মিথ্যা বললে সাথে

হাজার মিথ্যা আসে

লজ্জা হারায়, হারায় ঈমান

মিথ্যা কথার রেশে।।

আমলনামার সওয়াবগুলোও

রয় না তো এক চুল।(ঐ)

সত্য বলা কঠিন অনেক জানি

তবুও সত্য বলতে হবে মানি

মিথ্যা ঘেরা অন্ধকার এ সমাজ

আলোর ছায়ায় আনতে হবে টানি

সত্য কথা বলতে গেলে

হাজার বাধা আসে

বাধার পাহাড় পেরিয়ে দেখো

জান্নাতি ফুল হাঁসে

সত্যবাদীর প্রতীক হলেন

মুহাম্মাদ রাসূল

মিথ্যা বলা মন্দ খুবই

মিথ্যা বলা মন্দ খুবই

সব ধ্বংসের মূল

হাজার পাপের প্রধান কারণ

মিথ্যা নামের ভুল

একটা মিথ্যা বললে সাথে

হাজার মিথ্যা আসে

লজ্জা হারায়, হারায় ঈমান

মিথ্যা কথার রেশে।।

আমলনামার সওয়াবগুলোও

রয় না তো এক চুল।(ঐ)

সত্য বলা কঠিন অনেক জানি

তবুও সত্য বলতে হবে মানি

মিথ্যা ঘেরা অন্ধকার এ সমাজ

আলোর ছায়ায় আনতে হবে টানি

সত্য কথা বলতে গেলে

হাজার বাধা আসে

বাধার পাহাড় পেরিয়ে দেখো

জান্নাতি ফুল হাঁসে

সত্যবাদীর প্রতীক হলেন

মুহাম্মাদ রাসূল

দুঃখিত এই গানের অডিও খুঁজে পাওয়া যায় নি
uploaded : 5 months ago
updated : 5 months ago
একই অ্যালবাম এর গানসমূহ

দুঃখিত "নাই" অ্যালবাম এর গান খুঁজে পাওয়া যায় নি

প্রত্যয় শিল্পীগোষ্ঠী

প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা


উপশহর ৬৮/২, বোয়ালিয়া, রাজশাহী

শুক্রবার সকাল ০৮:০০ - ১১:০০

স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম