নতুন ফুলের গান ধরেছি
নতুন ফুলের গান
শহীদি বাগানে যে ফুল ছড়ালো
জান্নাতি সুঘ্রাণ
শহীদ আলী রায়হান
রাত্রি ছিলো নিকষ কালো
সত্যরা বন্দি
মিথ্যার মসনদ করতে শক্ত
চলছিলো ফন্দি
সত্য-মিথ্যার যুদ্ধে সে ফুল
লড়ছিলো অবিরাম
ছুড়েছিলো ঐ পিশাচেরা সব
গুলিভরা বন্দুক
সাকিব আঞ্জুম আবু সাঈদ
পেতেছিলো তার বুক
ঈমানের বল হৃদয় জুড়ে
ভয় নেই জালিমের
প্রাণ দিয়ে ফুল আনলো যে তাই
মৃত্যু শহীদের
তাদের এ ত্যাগ ভুলবেনা কেউ
রবে চির অম্লান
নতুন ফুলের গান ধরেছি
নতুন ফুলের গান
শহীদি বাগানে যে ফুল ছড়ালো
জান্নাতি সুঘ্রাণ
শহীদ আলী রায়হান
রাত্রি ছিলো নিকষ কালো
সত্যরা বন্দি
মিথ্যার মসনদ করতে শক্ত
চলছিলো ফন্দি
সত্য-মিথ্যার যুদ্ধে সে ফুল
লড়ছিলো অবিরাম
ছুড়েছিলো ঐ পিশাচেরা সব
গুলিভরা বন্দুক
সাকিব আঞ্জুম আবু সাঈদ
পেতেছিলো তার বুক
ঈমানের বল হৃদয় জুড়ে
ভয় নেই জালিমের
প্রাণ দিয়ে ফুল আনলো যে তাই
মৃত্যু শহীদের
তাদের এ ত্যাগ ভুলবেনা কেউ
রবে চির অম্লান
প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা
স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম