দল মত অমিলের দন্দ্ব ভুলে আজ
হাতে হাত রেখে সবে হও আগোয়ান
দেশ দশ বাঁচেতে সুনিপুন সাজাতে
একসাথে মিলে মিশে কর আহবনান
চল ছুটে ঘোর টুটে আনতে সকাল
সত্য বিজয়ী হয় বলে মহাকাল
দেখে না দেখার ভান আর কত আর
খুলতে হবে সব বোধেরও দুয়ার
নয় আর পিঁছুটান সম্মুখে চল
ভয় ভুলে সত্য মুখ খুলে বল
অন্যের ঘর পুড়ে তুমিও যে নয় দূরে
এখনো সময় আছে হয় সাবধান
বিষে বিষে বিষাক্ত এই পরিবেশ
গুমে খুনে অনাচারে অতিষ্ঠ দেশ
প্রতিবাদ নেই নেই চারিদিকে চুপ
অন্যায় নিয়েছে মহামারি রুপ
অন্যের দুঃখ দেখে বসে থেকো না
চুপ থেকে ধ্বংস কাছে ডেকো না
গর্জে ওঠো সবে ন্যায্যতা পেতে আজ
ঐক্য বাঁধো এসে ভুলে অভিমান
দল মত অমিলের দন্দ্ব ভুলে আজ
হাতে হাত রেখে সবে হও আগোয়ান
দেশ দশ বাঁচেতে সুনিপুন সাজাতে
একসাথে মিলে মিশে কর আহবনান
চল ছুটে ঘোর টুটে আনতে সকাল
সত্য বিজয়ী হয় বলে মহাকাল
দেখে না দেখার ভান আর কত আর
খুলতে হবে সব বোধেরও দুয়ার
নয় আর পিঁছুটান সম্মুখে চল
ভয় ভুলে সত্য মুখ খুলে বল
অন্যের ঘর পুড়ে তুমিও যে নয় দূরে
এখনো সময় আছে হয় সাবধান
বিষে বিষে বিষাক্ত এই পরিবেশ
গুমে খুনে অনাচারে অতিষ্ঠ দেশ
প্রতিবাদ নেই নেই চারিদিকে চুপ
অন্যায় নিয়েছে মহামারি রুপ
অন্যের দুঃখ দেখে বসে থেকো না
চুপ থেকে ধ্বংস কাছে ডেকো না
গর্জে ওঠো সবে ন্যায্যতা পেতে আজ
ঐক্য বাঁধো এসে ভুলে অভিমান
প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা
স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম