সইবো না অপবাদ

ভালোবাসা মানে প্রতিটি প্রাণে

রাসূল মুহাম্মাদ,

তাঁর অপমানে রইবো না বসে

সইবো না অপবাদ।

উঠেছে জোয়ার কোটি জনতার

বেঁধেছে একতা বাঁধ,

কলিজার টানে এই আহবান এ

এক সাথে কাঁধেকাঁধ!

চেয়ে চেয়ে দেখ আমরা যে এক

নই কভু আজই ভীতু,

এই কাফেলায় হাকেরে আজান

ওমর খালিদ তীতু!

এযে ঈমানের পণ কান পেতে শোন

মুশরিক মুরতাদ।।

মু'মিনের মন খুঁজে সারাক্ষণ

শহীদি মৃত্যু দ্বার,

মরণের ভয় নেই'কো যাদের

কিসের ভয় আবার?

আল্লাহ মালিক রাসূল-ই নেতা

ভয় কিরে আর দিলে,

মু'মিনের কোন নেই পিছুটান

যদিও মৃত্যু মিলে!

বাবা মা যে প্রাণ, বিবি সন্তান

সবাইকে ভালোবাসি,

শুনে রাখ তবে ছিল আছে র'বে

নবীজিকে বড় বেশি।

ধৃষ্টতা এনে আবেগের মানে

দেখিস না খাটো করে,

নেই যার তুল বিশ্ব রাসূল

কোটি কোটি অন্তরে!

নেবে না মেনে অপমান জেনে

অগণিত প্রতিবাদ।

সইবো না অপবাদ

ভালোবাসা মানে প্রতিটি প্রাণে

রাসূল মুহাম্মাদ,

তাঁর অপমানে রইবো না বসে

সইবো না অপবাদ।

উঠেছে জোয়ার কোটি জনতার

বেঁধেছে একতা বাঁধ,

কলিজার টানে এই আহবান এ

এক সাথে কাঁধেকাঁধ!

চেয়ে চেয়ে দেখ আমরা যে এক

নই কভু আজই ভীতু,

এই কাফেলায় হাকেরে আজান

ওমর খালিদ তীতু!

এযে ঈমানের পণ কান পেতে শোন

মুশরিক মুরতাদ।।

মু'মিনের মন খুঁজে সারাক্ষণ

শহীদি মৃত্যু দ্বার,

মরণের ভয় নেই'কো যাদের

কিসের ভয় আবার?

আল্লাহ মালিক রাসূল-ই নেতা

ভয় কিরে আর দিলে,

মু'মিনের কোন নেই পিছুটান

যদিও মৃত্যু মিলে!

বাবা মা যে প্রাণ, বিবি সন্তান

সবাইকে ভালোবাসি,

শুনে রাখ তবে ছিল আছে র'বে

নবীজিকে বড় বেশি।

ধৃষ্টতা এনে আবেগের মানে

দেখিস না খাটো করে,

নেই যার তুল বিশ্ব রাসূল

কোটি কোটি অন্তরে!

নেবে না মেনে অপমান জেনে

অগণিত প্রতিবাদ।

দুঃখিত এই গানের অডিও খুঁজে পাওয়া যায় নি
uploaded : a year ago
updated : 10 months ago
একই অ্যালবাম এর গানসমূহ

দুঃখিত "নাই" অ্যালবাম এর গান খুঁজে পাওয়া যায় নি

প্রত্যয় শিল্পীগোষ্ঠী

প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা


উপশহর ৬৮/২, বোয়ালিয়া, রাজশাহী

শুক্রবার সকাল ০৮:০০ - ১১:০০

স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম