সময় মতো কাজ
কথা ও সুর: আ আ ম মুজাহিদ

সময় মত কাজ করাটা
সৎ মানুষের গুণ,
সময় মেনে চললে জীবন
হবেই সুনিপুণ।

রাখে যারা আজকের কাজ
কালকে করার তরে,
আলসেমির ঐ ছায়া আরো
জাঁপটে তাদের ধরে।

কাজ না করে হয় যে তারা
কাঠপোকারই ঘুণ ||

ক্লান্ত মনে শ্রান্ত বনে
কাজের সময় যারা,
মহামূল্যের সময় ফিরে
পায় কি কভূ তারা!

হোক না সেটা যে কোন কাজ
ছোট কিংবা বড়,
সময় করে একটু তুমি
হালটা কাজের ধরো।
দেখবে তুমি হবে আরো
কাজগুলো দারুন ||

সময় মতো কাজ
কথা ও সুর: আ আ ম মুজাহিদ

সময় মত কাজ করাটা
সৎ মানুষের গুণ,
সময় মেনে চললে জীবন
হবেই সুনিপুণ।

রাখে যারা আজকের কাজ
কালকে করার তরে,
আলসেমির ঐ ছায়া আরো
জাঁপটে তাদের ধরে।

কাজ না করে হয় যে তারা
কাঠপোকারই ঘুণ ||

ক্লান্ত মনে শ্রান্ত বনে
কাজের সময় যারা,
মহামূল্যের সময় ফিরে
পায় কি কভূ তারা!

হোক না সেটা যে কোন কাজ
ছোট কিংবা বড়,
সময় করে একটু তুমি
হালটা কাজের ধরো।
দেখবে তুমি হবে আরো
কাজগুলো দারুন ||

দুঃখিত এই গানের অডিও খুঁজে পাওয়া যায় নি
uploaded : a year ago
updated : a year ago
একই অ্যালবাম এর গানসমূহ

দুঃখিত "নাই" অ্যালবাম এর গান খুঁজে পাওয়া যায় নি

প্রত্যয় শিল্পীগোষ্ঠী

প্রত্যয় শিল্পীগোষ্ঠী একটি পেশাদার ইসলামী গান, সঙ্গীত, ভিডিও এবং সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা


উপশহর ৬৮/২, বোয়ালিয়া, রাজশাহী

শুক্রবার সকাল ০৮:০০ - ১১:০০

স্বত্ব © ২০২৫ প্রত্যয় শিল্পীগোষ্ঠী, রাজশাহী ॥ নকশা এবং উন্নয়নপ্রত্যয় আইটি টিম